বিমানের জ্বালানি মিলছে কক্সবাজার বিমানবন্দরে

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৬:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই কক্সবাজার বিমানবন্দর রিফুয়েলিং সিস্টেম চালু করে নতুন মাইল ফলক অর্জন করল।

গত রবিবার ঢাকা থেকে আসা একটি বিমানে জ্বালানি তেল সরবরাহের মাধ্যম দিয়ে শুরু হলো এ যাত্রা।

সংশ্লিষ্টরা বলছেন, আগামীতে রিফুয়েলিংয়ের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে।

দুপুর দুইটার সময় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে একের পর এক বিমান নামতে দেখা গেছে।

কর্তৃপক্ষ বলেন, বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ফ্লাইট থেকে শুরু করে বেসরকারি বিমান সংস্থার প্রতিদিন ৪০টি ফ্লাইট ওঠানামা করছে কক্সবাজার বিমানবন্দরে।

আরও পড়ুন: সংসদের ২৪তম অধিবেশন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত...

এদিকে দুপুর দেড়টার সময় প্রথমবারের মতো বড় পরিসরে কক্সবাজার বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে উড়োজাহাজে রিফুয়েলিং কার্যক্রম।

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এক হাজার ২০০ লিটার জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে রিফুয়েলিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের অধিনায়ক (পরিচালন শাখা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান ও উপ-মহাব্যবস্থাপক সহ (এভিয়েশন) কক্সবাজারের এভিয়েশন কমপ্লেক্সের কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক