সংসদের ২৪তম অধিবেশন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন চলবে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন শুরুর আগে রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল চারটার সময় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও বৈঠকে অংশ নেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কার্য উপদেষ্টা কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু।

আরও পড়ুন: মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা...

ডেপুটি স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, মো. শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ, আনিসুল হক ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সভায় প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়।

অনলাইন ডেস্ক