ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১২

 অনলাইন ডেস্ক    ১৭ এপ্রিল, ২০২৪ ১৬:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার সময় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও চার শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে টোল দেয়ার অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: হাথুরুসিংহের বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালো বিসিবি...

জানা যায়, একটি ইজিবাইকে থাকা সব যাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। ওই ট্রাকের নিচে একটি প্রাইভেটকারও চাপা পড়েছে। ওই গাড়িতে শিশুসহ ছয়জন আরোহী ছিল।

অনলাইন ডেস্ক