কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

 মোঃ নাঈম মাহমুদ, ঢাকা    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় প্লাস্টিকের দানা ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় কামরাঙ্গীরচর নয়াগাঁও এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট।

এরপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা...

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরাঙ্গীরচর এলাকায় প্লাস্টিকের দানা ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।

মোঃ নাঈম মাহমুদ, ঢাকা