সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বক্সভর্তি ঈদ আনন্দ

 অনলাইন ডেস্ক    ৪ এপ্রিল, ২০২৪ ১৯:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও ‘হাতেখড়ি ফাউন্ডেশনের’ উদ্যোগে একবক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝেরচর ও সাংরাইল এলাকার জেলেপল্লীর ৫০ জন শিশুদের মাঝে শুক্রবার (৫ এপ্রিল) ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাওর চাল ও মুড়ি বিতরণ করা হয়।

উপহার বক্স পাওয়া পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।

আরও পড়ুন: নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই...

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি সজিব, সহসভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না।

অনলাইন ডেস্ক