গাংনীতে ইউনাইটেড সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ৩১ অক্টোবার, ২০২৩ ১০:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

মেহেরপুরের গাংনী উপজেলায় মধ্যম সিজনের হাইব্রীড ফুলকপি জাত “মেজর” এর বাম্পার ফলন উপলক্ষে উপজেলার সাহারবাটি গ্রামে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড সীড কোম্পানির রিজিওনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, মার্কেটিং অফিসার মোঃ মুক্তার হোসেন ও বীজ ব্যবসায়ী চাঁদ আলী, সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম।

উক্ত মাঠ দিবসে ইউনাইটেড সীড কোম্পানির অফিসার গণ ও ব্যবসায়ীরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।

আরও পড়ুন: গাংনীতে বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন করলেন সাহিদুজ্জামান খোকন, এম পি...

ইউনাইটেড সীড কোম্পানির রিজিওনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মধ্যম সিজনের হাইব্রীড ফুলকপি মেজর এর বাম্পার ফলন, বেশি দাম, ওজনে বেশি হওয়ায় ও টাইড ফুলের কারণে এবার কৃষকেরা লাভবান হয়েছেন।


মাঠ দিবসে কৃষকেরা বলেছেন, এবার “মেজর” এর বাম্পার ফলন হওয়াতে আমরা লাভবান হয়েছি। এছাড়া বৃষ্টিতে ফুলকফি নষ্ট না হয়েও খুব তাড়াতাড়ি বড় হয়েছে এবং ফুলকপিতে ছিলোনা কোনো পোকার আগ্রমন।

তরিকুল ইসলাম