ভারতীয় একটি অনলাইন মাধ্যমে প্রচার করা হয় ‘বাংলাদেশে বন্ধ সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল।’ বুধবার (২৮ নভেম্বর) রাত থেকে এমন একটি খবর তারা ফটোকার্ড আকারে প্রকাশ করেছে। 

আর সেটি নিয়ে ভারতীয় চ্যানেল বন্ধের প্রচারণা চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এখনও পর্যন্ত বিষয়টি গুজব বলে জানানো হয়েছে। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে , এটি একটি অপপ্রচার।

বুধবার রাত সাড়ে ১১টার কিছু পরে ‘রিপাবলিক বাংলা’ নামে ভারতীয় একটি পোর্টালের ফেসবুক পেজে একটি খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয় – ‘বাংলাদেশে বন্ধ করা হলো সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার।

ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মুহাম্মদ ইউনূসের?’ তবে তাদের এমন দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি। কারণ দেশের টেলিভিশনে ক্যাবল সংযোগে সব কয়টি ভারতীয় চ্যানেল দেখতে পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত প্রচার দেখে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি অপপ্রপচার। সরকারের পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা নেই। সব চ্যানেলই চলছে।’

অনলাইন ডেস্ক