গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

  তরিকুল ইসলাম    ১৬ মে, ২০২৫ ১৬:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

মেহেরপুরের গাংনীতে প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের এ্যাডহক কমিটির নব নির্বাচিত সভাপতি ও সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ্যাডহক কমিটির সভাপতি শাহাজাহান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

এসময় স্কুলের পক্ষ থেকে নব নির্বাচিত এ্যাডহক কমিটির সভাপতিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে ভাইস প্রিন্সিপাল জালাল আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এ্যাডহোক কমিটির সদস্য সচিব মোঃ রোমানুল ইসলাম, সদস্য আব্দুর রকিব, সদস্য রুণা লাইলা, স্কুলের সাবেক সভাপতি শফিকুল আলম, গাংনী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু, মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

তরিকুল ইসলাম