মেহেরপুরের গাংনীতে মোটরসাইলে নিয়ন্ত্রন হারিয়ে সজিব (২০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্কুলছাত্র সজিব গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প পাড়ার ফুলবাস হোসেনের ছেলে এবং তেঁতুলবাড়িয়া ইসলামীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে মোটরসাইকেল সহ পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কিভাবে দূর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
নিহত সজিবের চাচাতো ভাই আরিফুল ইসলাম জানান, সেলোইঞ্জিনচালিত পাওয়ারটিলারের যন্ত্রাংশ কেনার জন্য সজিব ধলাতে যায়। ধলা থেকে তেঁতুলবাড়িয়াতে আসার সময় কালো রংএর ডিসকভারি গাড়িতে তার দূর্ঘটনা ঘটে।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক স্বীমা বিশ্বস জানান, হাসপাতালে নেওয়ার পূর্বেই সজিব মারা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তরিকুল ইসলাম