মেহেরপুর সীমান্তে আবারো নারী শিশুসহ ৮ জন পুশইন

  তরিকুল ইসলাম    ২৬ জুন, ২০২৫ ১৮:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৮ জন ব্যক্তিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টার সময় রংমহল সীমান্তের ১৩৭ নং মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

পুশ‌ইন হওয়া ব্যাক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইসাহাক মোল্লার ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩৫), নড়াইল জেলা শহরের বরগাত গ্রামের মোঃ টুটুল মোল্লার স্ত্রী মোছাঃ আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর থানার কান্দার চর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন(২১), খুলনা জেলার দেবপা সরকারের স্ত্রী নাসিমা তালুকদার (২৪) (বাক প্রতিবন্ধী), ছেলে রহিম(৪) ও রোহান(৩), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে টিটু মিয়া (৪৫) এবং খুলনা জেলার দৌলতপুর থানার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার জানান, সকালে মেহেরপুর জেলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনে গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত মেইন পিলার ১৩৭ দিয়ে ০৮ জন ভারতে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিগলকান্তি বিএসএফ সদস্যরা কর্তৃক পুশ‌ইন করে।

তিনি আরো বলেন, কাথুলী বিওপির বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় রংমহল সীমান্তে মেইন পিলার ১৩৭ হতে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ ভিতরে পুশইন হওয়া ০৮ জন ব্যক্তিদের আটক করে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, সীমান্তে গ্রেপ্তার হওয়া ব্যাক্তিদের মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের পক্রিয়া চলমান।

উল্লেখ্য, এই নিয়ে গত দেড় মাসে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৭৯ জন নারী, পুরুষ ও শিশুসহ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

তরিকুল ইসলাম