মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা গাছসহ আটক ২

  তরিকুল ইসলাম    ১০ মে, ২০২৫ ১৮:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন সাইজের ৪ টি গাঁজাগাছ, ২০ গ্রাম গাঁজা, গাঁজা প্রস্তুতির সরঞ্জাম ও নগদ ৫ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৯ মে) রাত ১১ টায় জেলায় মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে একটি গবাদি পশুর খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার দারিয়াপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত গোলাম বিশ্বাসের ছেলে সাদ্দাম হোসেন (৩৩) এবং একই গ্রামের পশ্চিম পাড়ার হযরত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৪)।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে একটি গবাদিপশুর খামারে গাঁজা গাছের চাষ হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি টিম শুক্রবার দিবাগত রাত ১১ টার সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে খামারের মালিক সাদ্দাম হোসেন ও তার কর্মচারী দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় বিভিন্ন সাইজের ৪টি গাঁজা গাছ, ২০ গ্রাম গাঁজা ,গাঁজা প্রস্তুতের সরঞ্জাম (কাঁচি ও কাঠি), নগদ ৫ হাজার টাকাসহ একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। সাদ্দাম হোসেন গবাদি পশুর খামার পরিচালনা এবং কৃষি জমিতে চাষাবাদের পাশাপাশি দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছে বলে জানায় মেহেরপুর সেনাবাহিনী।

পরে তাদেরকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মিজানুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন।

তরিকুল ইসলাম