মেহেরপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-৭

  তরিকুল ইসলাম    ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৭:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 456 বার

মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আরোজ আলী (৫০), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহম্মেদ (৩১), বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৪৮), গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ জাকিরুল(৩০), কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের মহিবউদ্দীনের ছেলে মোহাম্মদ আসিম উদ্দিন(৩৫) এবং একই গ্রামের খেদমত আলীর ছেলে সাগর (৪৫)।

একই অভিযানে শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স এলাকা থেকে গ্রেফতার করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আরিফুল এনাম বকুলকে (৫২)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার মামলা নং-০১,তারিখ-০৬ সেপ্টেম্বর, ২০২৪; ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪১/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬/১১৪/৩৪ ধারায় মুজিবনগরের চারজন এবং গাংনী থানার মামলা নং ১১তারিখ- ১৯/০৮/২৪ সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/৭(৫)/ ৭(৬)/১০/১১/১২/১৩ ধারায় মোহাম্মদ জাকিরুল (৩০) এবং অপর একটি মামলায় মোহাম্মদ আসিম উদ্দিন(৩৫) ও মো: সাগরকে (৪৫) গ্রেফতার করা হয়। যার মামলা নং ১৫, তারিখ- ১৪/০২/২৫ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬।

আজ দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

তরিকুল ইসলাম