রেইডিং টিম টাস্কফোর্সের অভিযানে মেহেরপুর কলেজ থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার

  তরিকুল ইসলাম    ১৯ মে, ২০২৫ ১৭:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুর সরকারি কলেজ থেকে রেইডিং টিম টাস্কফোর্সের অভিযানে ১৫২টি ভাং গাছ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) রাত আড়াইটার সময় মেহেরপুর সরকারি কলেজের অভ্যন্তরে পতিত জমি থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার ও জব্দ করা হয়। যার ওজন ৭০ কেজি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক বেলাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মেহেরপুর সরকারি কলেজের অভ্যন্তরে পতিত জমি থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার ও জব্দ করে। যার ওজন ৭০ কেজি।

এবিষয়ে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। তিনি আরো জানান, ডিএনসি মেহেরপুর মাদকের অপব্যবহার রোধে নিরলস কাজ করে যাচ্ছে।

তরিকুল ইসলাম