টেলিভিশন সাংবাদিকদের সংগঠন “কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামে’র” কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার নগুয়া অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে জিটিভি’র জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলকে সভাপতি ও আরটিভি’র জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার ভূঁঞাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, সহ সভাপতি শামসুল আলম শাহীন, সহ সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন সাংগঠনিক সম্পাদক পদে আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, কোষাধ্যক্ষ পদে সিএনএন বাংলা টিভি’র হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক পদে নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে টিভি টুডে’র জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম পলাশ, কার্যকরি সদস্য পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাসিম খান, এনটিভির স্টাফ রিপোর্টার মারুফ আহম্মেদ, বাংলা টিভির (কটিয়াদী) প্রতিনিধি সৈয়দ মুরছালিন দারাশিকো, মোহনা টিভির (হোসেনপুর) প্রতিনিধি উজ্জল কুমার সরকার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার, দেশ টিভি (ঢাকা) সাফায়েত নাজমুল। এসময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা’র উন্নয়ন ও সুরক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ