মেহেরপুরে শীতকালীন স্বাস্থ্য বার্তা জানিয়ে প্রচারপত্র বিলি

 নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী, ২০২৪ ১৬:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে সিভিল সার্জন অফিসারের উদ্যোগে আজ সোমবার সকালে শীতকালীন স্বাস্থ্য বার্তা জানিয়ে প্রচারপত্র বিলি করা হয়।

স্বাস্থ্য বার্তা সম্পর্কে প্রচারপত্র বিলির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আহমেদ।

এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার। পরে স্বাস্থ্যবার্তা সম্পর্কিত প্রচার পত্র বিলি করা হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে ৭৮ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক...

স্বাস্থ্য বার্তায় তীব্র শীত আর বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সকলে জনসমাগম স্থল, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মাস্ক পরিধান করতে আহ্বান জানানো হয়।

একই সাথে শীতকালীন নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস, বাদুড়সহ অন্যান্য প্রাণী বা পাখির আংশিক খাওয়া ফল গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়।

নিজস্ব প্রতিবেদক