হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২ দেশ সহ ইইউর নিন্দা

 জসিম উদ্দিন বিজয়, সাভার প্রতিনিধি    ২৪ আগষ্ট, ২০২৩ ১২:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর গত ১৭ জুলাই যে হামলার হয়েছিলো সেই ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্বের ১২টি দেশের দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়ন।

বুধবার এক যৌথ বিবৃতিতে ১২ টি দেশের দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়ন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। 'আমরা পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই।

তারা আরও বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে এক টলারে ধরা পড়ল ৩৫ মণ ইলিশ...

বিবৃতিতে যেসবর দেশের দূতাবাস এবং হাই কমিশনার স্বাক্ষর করেছেন সেগুলো হল:

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি,ডেনমার্ক, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে,সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে হিরো আলম মঙ্গলবার আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

হিরো আলম জানান, ঢাকা-১৭ আসনের নির্বাচনে আমার ওপর হামলাকারী অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের সবার বিচার হবে বলে ডিবি কার্যালয়ে থেকে জানানো হয়েছে।

জসিম উদ্দিন বিজয়, সাভার প্রতিনিধি