ফের চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯: পুলিশ সদর দফতর

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৪ ১২:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে না ফেরায়, বন্ধ ছিল জাতীয় জরুরি সেবা ৯৯৯। যা আজ আবার পুনরায় চালু করা হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এ নম্বরে ফোন করতে পারেন।

বাংলাদেশ পুলিশের অধীন এ কল সেন্টার পরিচালিত হয়। এ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় এখানে। দিন–রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে।

যেকোনো ফোন থেকে বিনা মূল্যে ৯৯৯ নম্বরে কল করা যায়।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের পতনের পর ৯৯৯ সেবাও বন্ধ হয়ে যায়।

অনলাইন ডেস্ক