গাংনীতে ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন

 তরিকুল ইসলাম    ৩ মার্চ, ২০২৪ ১৭:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

দীর্ঘ ৯ বছর মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান। সে সময় তার অনিয়ম ও দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠে ইউনিয়নবাসী। 

পরে তিনি বদলি হয়ে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন পরিষদে যায়। তার বদলির পর ইউনিয়নবাসী স্বস্তি পায়।

কিন্ত আব্দুর রহমানের বদলির পর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মোনাখালি ইউনিয়ন পরিষদ থেকে আবারও বদলি হয়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নিয়োগ পায়।

আজ রবিবার (৩ মার্চ) কাজিপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করতে আসেন আব্দুর রহমান। কিন্তু বিপত্তি ঘটে সেখানেই। ইউনিয়নবাসী একত্রিত হয়ে তাকে বিতাড়িত করে। অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন ইউপি সচিব আব্দুর রহমান।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম আবারও বাড়ল...

পরে তাকে অপসারণের দাবিতে কাজিপুর ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন করেন ইউনিয়বাসী।


এই ঘটনার প্রতিবাদও জানিয়েছেন কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে কাজিপুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশা করেন যাকে নিয়ে বিতর্ক তার পরির্বতে অন্য কাউকে রিপ্লেসমেন্ট করা হলে এলাকাবাসী খুশি হওয়ার পাশাপাশি তাকে সাচ্ছন্দ্যে গ্রহণ করবেন।

এদিকে আব্দুর রহমানের বদলির কারণে যদি ইউনিয়নবাসীর কোনো অসুবিধা হয় তাহলে বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

তরিকুল ইসলাম