মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

 অনলাইন ডেস্ক    ২২ জুলাই, ২০২৩ ১৮:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার (২২ জুলাই) সকালে সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর ভৈরব নদের গোভীপুর অংশে পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভৈরব নদে মাছের পোনা উপমুক্ত করে পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমে ভৈরব নদের গোভীপুর থানার ঘাট ব্রিজ থেকে গোভীপুর মাদ্রাসা পর্যন্ত পরীক্ষামূলকভাবে সমিতির মাধ্যমে মাছ চাষ করা হবে।

আরও পড়ুন: গাংনীতে জেলা প্রশাসক আজিজুল ইসলামের বিদায় সংবর্ধনা...

উক্ত মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ,জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো জাকির হোসেন।

সরকারের রাজস্ব ছাড়াই নেটিং পদ্ধতির এই মাছ চাষে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার করা হবে এবং সম্পূর্ণ ব্যয় বহন করবে সমিতি।

পরীক্ষামূলকভাবে এই অংশে যদি সুফল বয়ে আনে তাহলে ভৈরব নদের পুরো অংশে একই পদ্ধতিতে মাছ চাষ করা হবে জানিয়েছে সমিতি।

অনলাইন ডেস্ক