রাজধানীর বিমানবন্দরে ছিনতাই, চাঁদাবাজির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা

 ঢাকা প্রতিনিধি    ৭ এপ্রিল, ২০২৪ ১১:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাই, চাঁদাবাজি ও গণউপদ্রব সৃষ্টির অপরাধে ৮ জনকে সাজা প্রদান করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসির আরাফাত খান পিপিএম বলেন, ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় থানা এলাকায় চাঁদাবাজির অপরাধে ৫ জন তৃতীয় লিঙ্গের সদস্য ও ছিনতাইকারী ৩ জন সহ মোট ৮ জন অপরাধীকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যরা দীর্ঘদিন যাবত জনসাধারণ, বিদেশগামী ও ফেরত যাত্রীদের নিকট অশ্লীল অঙ্গভঙ্গি করে জোরপূর্বক টাকা আদায় করে থাকে।

আরও পড়ুন: ইতি টিমের পক্ষ থেকে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ...

টাকা না দিলে তারা যাত্রীদের আত্মীয় স্বজনের সামনে অশ্লীল কথাবার্তাসহ খারাপ আচরণ করে থাকে এসব অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে এই সাজা প্রদান করা হয়।

অপরদিকে বিমানবন্দর থানাধীন রেলওয়ে পার্কিং ও গোল চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদান করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা প্রতিনিধি