বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাস

 অনলাইন ডেস্ক    ২৯ মে, ২০২৪ ১৭:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও কাটেনি এর প্রভাব। আজ বুধবার বাংলাদেশের পাঁচ বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা বাড়তে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১.০ থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, আগামী বৃহস্পতিবার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, শুক্রবারের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অনলাইন ডেস্ক