কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিশু বক্তা’ মাদানী

 অনলাইন ডেস্ক    ৫ নভেম্বার, ২০২৩ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

কাশিমপুর কারাগার থেকে গত শনিবার রাত ৮টার সময় জামিনে মুক্তি পেয়েছেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাইবাছাই শেষে রাত ৮টার সময় রফিকুল ইসলাম মাদানীকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: মেরাদীয়ায় আগুন দেয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একজন দগ্ধ...

কারাগার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করে র‌্যাব।

মমলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

অনলাইন ডেস্ক