গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 তরিকুল ইসলাম    ৫ জুন, ২০২৪ ১২:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৫ জুন) সকাল ১১টার সময় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ দিবস আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

এ সময় প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য করণীয় বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কৃষক এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গাংনী হাসপাতাল বাজার প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।


তরিকুল ইসলাম