মেহেরপুরের গাংনীতে ধান ও পেঁয়াজ বীজ বিতরণ

 অনলাইন ডেস্ক    ৩ জুলাই, ২০২৩ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 0 বার

মেহেরপুরের গাংনীতে আজ সোমবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আমন ধান ও পেঁয়াজ উৎপাদন বাড়াতে সরকারের প্রণোদনার আওতায় গাংনীতে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন শুরু করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলার ২ হাজার ৭২০ জন কৃষকের মাঝে আমন ধান ও পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন স্বাগত বক্তব্যে সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধান বীজ বিতরণ করেন।

আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষের‌্যালি...

প্রণোদনার আওতায় ২৬০০ জন চাষীকে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি সার এবং ১২০ জন চাষীকে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও সার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

অনলাইন ডেস্ক