বৈশাখী মেলায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

 জাহিদ হাসান মুক্তার     ২৭ এপ্রিল, ২০২৪ ১৫:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক বৈশাখী মেলায় ছুরিকাঘাতে শরীফ খান (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শরীফ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের গনিত বিভাগের ছাত্র। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। নিহত শরীফ উপজেলার কোষাকান্দা গ্রামের হোসেন মিয়ার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৮) এবং সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)। আজাদ মিয়া গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

অপরজন রয়েছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামে বহু বছর ধরে বৈশাখের ১ম দিন থেকে সপ্তাহব্যাপী একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে কাঠের ফার্নিচার বেচাকেনা চলে মাস খানেক। এরই সুবাদে সেখাকার কিছু যুবক মেলা কমিটিকে না জানিয়ে গানের আয়োজন করে। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করে গান বন্ধ করে দেওয়ায় আয়োজক কমিটির সঙ্গে দর্শকদের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে শরীফ খান, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ খান ও আজাদ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে ২.৩০ শরীফের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেলা কমিটির সাধারণ সম্পাদক ও নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন জানান, মেলা শেষ হয়েছে প্রায় সাতদিন হয়েছে।

এছাড়াও মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কতিপয় যুবক গানের আয়োজন করে। শুনেছি এই গানকে কেন্দ্র করে সংর্ঘসের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 

জাহিদ হাসান মুক্তার