লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

 অনলাইন ডেস্ক    ৩০ মার্চ, ২০২৪ ১৪:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেলতলা সীমান্তে আজ শনিবার (৩০ মার্চ) ভোরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরলি চন্দ্র (৪৩) নামের এক বাংলাদেশি রাখাল নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাতে মুরুলী চন্দ্রসহ প্রায় ২০ জনের একটি বাংলাদেশির দল গরু আনতে সীমান্তে যায়। ভোরের দিকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরুলীসহ মিজানুর ও লিটন মিয়া নামে অপর দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অপর দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি চন্দ্রপুর গ্রামে।

নিহত মুরলি চন্দ্রের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, এ ঘটনার প্রতিবাদের পাশাপাশি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক