বঙ্গোপসাগরে এক টলারে ধরা পড়ল ৩৫ মণ ইলিশ

 অনলাইন ডেস্ক    ২৩ আগষ্ট, ২০২৩ ১৭:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

বঙ্গোপসাগরে আজ বুধবার সকালে ‘এফবি আরএস-২’ নামের একটি ট্রলারে ৩৯ মণ মাছ ধরা পড়েছে। এর মধ্যে ৩৫ মণই ইলিশ। ট্রলারটি মাছগুলো নিয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আসে।

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মো. আনোয়ার হোসেনের ট্রলারে মাছগুলো ধরা পড়ে। ওই দিনই সবগুলো মাছ বিক্রি হয়ে যায় ১৬ লাখ টাকায় ।

ট্রলারটির মাঝি মো. মনির জানান, আমরা জেলেদের নিয়ে পাথরঘাটা থেকে পাঁচ দিন আগে সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় আমাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত।

ট্রলারটির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনদিন ধরা পড়েনি। এর মাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারব। আর জেলেরাও লাভবান হবে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন বরগুনার জেলেরা। অনেক জেলেরা নদীতে মাছ ধরতেও নামছেন না। তবে হঠাৎ করেই এক ট্রলারে একসঙ্গে ৩৫ মণ ইলিশ ধরা পড়ায় নতুন করে আশার আলো দেখছেন জেলেরা।

অনলাইন ডেস্ক