গাংনীতে বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত

 নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

মেহেরপুরের গাংনীতে আজ বুধবার দুপুর ১২টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাটিবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ট্রাক্টর চালক মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রাম বাবু মিয়া (২৭), গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ইকতার আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও একই উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের নির্মাণ কাজের অংশ হিসাবে ট্রাক্টর দিয়ে সড়কের পাশে মাটি ভরটের কাজ করছিলেন ট্রাক্টর চালক বাবু মিয়া, শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী যাত্রীবাহী বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে বিমান বিক্রির প্রস্তাব পেশ করেছে বোয়িং...

তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি। পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করেছে পুলিশ। তবে মাটিবাহি ট্রাক্টরের ক্ষতি হয়।

গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক