রংতুলির আলপনায় রঙ্গিন চবি শহীদ মিনার

 ইবি প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আর মাত্র একদিন বাকি। রাত পোহালেই ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করবে সালাম, বরকত, রফিক, জব্বারদের; যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষা বাংলা।

প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার গুলোর মধ্যে সর্বোচ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, শহীদ দিবস উপলক্ষে চারুকলায় বিভাগের শিক্ষার্থীদের রংতুলির আলপনায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার।

চারুকলা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে এই আলপনা, সাজসজ্জা ও রংতুলির কাজ চলছে। তিনদিনের এই কার্যক্রমে বিভাগের চলমান চারটি ব্যাচের শতাধিক শিক্ষার্থী কয়েকটি ভাগে ভাগ হয়ে এ কার্যক্রমে অংশ নিয়েছে।

আরও পড়ুন: ইবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের পুনর্মিলনী ২৪ ফেব্রুয়ারি...

আল্পনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইবিতে আলপনা আঁকার কাজ আমরাই করছি। আমাদের এই সংস্কৃতি চালু থাকুক। আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন, পিচঢালা রাজপথ রক্তে রঞ্জিত করেছেন, তাদের জন্য এ কাজ করতে পেরে সৌভাগ্যবান মনে করি।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এইচ. এম আক্তারুল ইসলাম বলেন, আমাদের সাধ আছে কিন্তু সাধ্য কম। দুইদিনের মধ্যে সল্প সময়ে সন্ধ্যা থেকে গতকাল রাত ১০ টা পর্যন্ত সকলে কাজ করেছে। এই সাধ্যের ভিতর থেকেই চমৎকার ভাবে শহীদ মিনারের রাস্তাটা এবং মেইন গেইট সাজিয়ে তুলতে পেরে ভালো লাগছে।

ইবি প্রতিনিধি