গাংনীতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফেরত দিলো পাখিভ্যান চালক

 নিজস্ব প্রতিবেদক    ১৩ মে, ২০২৪ ১১:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহরপুরের গাংনীতে ব্যবসায়ীর ফেলে যাওয়া টাকা ফেরত দিলো পাখিভ্যান চালক। পাখিভ্যানের উপর ফেলে যাওয়া যাত্রীর ৯ লাখ টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন ভ্যান চালক স্বন্দীপন।

মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খ্রীস্টান পাড়ার বাসিন্দা ও খ্রীস্টান সম্প্রদায়ের মনার ছেলে স্বন্দীপন।

রবিবার (১২ মে) দুপুরের গাংনী উপজেলা শহরের সবজি আড়ৎ ব্যবসায়ী সাহাজুল ইসলামের ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফেরত দেন তিনি।

আরও পড়ুন: ২৬ মে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন...

গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনসহ স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ভ্যান চালক স্বন্দীপন টাকার মালিক সাহাজুল ইসলামের হাতে টাকা তুলে দেন।

এদিকে ভ্যান চালক স্বন্দীপনের এমন সততা দেখে গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন তার ফেসবুক পেজে লিখেছেন-আমি আজ সত্যিই গর্বিত যে, স্বন্দ্বীপনের মতো মানুষের প্রতিনিধি হতে পেরে।

নিজস্ব প্রতিবেদক