পদ্মা সেতু হয়ে রেল চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১০ অক্টোবার, ২০২৩ ১৩:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার সময় মাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে পৌঁছিয়ে তিনি পদ্মা সেতু হয়ে রেল চলাচল উদ্বোধন করেন।

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকবার দীর্ঘ অপেক্ষার অবসান হলো পদ্মা সেতু হয়ে রেল চলাচলে।

দক্ষিণের পথে নতুন রেলপথটি ঢাকার গেন্ডারিয়া, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে মাদারীপুর–ফরিদপুর মিলেছে।

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত দক্ষিণাঞ্চলের মানুষেরা। ভোর থেকে থেকেই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় প্রাণচাঞ্চল্য।

আরও পড়ুন: হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ের যাবজ্জীবন কারাদণ্ড...

আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার লক্ষ্য করার গেছে। বাংলাদেশকে বদলে দেয়া উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে স্বচক্ষে এক নজর দেখতে অধীর অপেক্ষায় আছেন নদীপাড়ের মানুষেরা।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যানুসারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া রেলস্টেশন থেকে নতুন এই রেলপথের উদ্বোধন করেন। এরপর মাওয়া স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে যান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ২টার সময় ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।

অনলাইন ডেস্ক