মেহেরপুরে জনতা ব্যাংকে আগুন

 নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ, ২০২৪ ১৯:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

মেহেরপুর বড় বাজারের জনতা ব্যাংকে জেনারেটরের বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হয়ে আজ রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

জানা গেছে, আজ সকাল সাড়ে দশটার সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাংকের নিজস্ব জেনারেটর চালু করা হয়। জেনারেটর চালুর পরপরই জেনারেটরের বিদ্যুৎ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।

এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত অগ্নি নির্বাপন গ্যাস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

আরও পড়ুন: শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে চায় ইউনিসেফ: স্বাস্থ্যমন্ত্রী...

ব্যাংক কর্তৃপক্ষের তড়িৎ গতিতে অগ্নি নির্বাপন গ্যাস ব্যবহার করাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক