ড. ইউনূসের বিচার চলবে শ্রম আদালতে : হাইকোর্ট

 অনলাইন ডেস্ক    ৮ আগষ্ট, ২০২৩ ১৮:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসের শ্রম আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদন শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রুল শুনানি হয়। এতে করে ড. ইউনূসের বিরুদ্ধে বিচার চলবে শ্রম আদালতে। উচ্চ আদালত রায়ে দিয়ে বলেছেন এই অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ ।

এর আগে গত ২৩ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চান যে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে। পরে রাষ্ট্রপক্ষ এই রুল বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

আরও পড়ুন: নায়ক মান্নার মৃত্যু: দ্রুত বিচার চাইতে হাইকোর্টে তার স্ত্রী...

গত ৩ আগস্ট ওই আবেদন নিষ্পত্তি করে ইউনূসের আবেদনের পক্ষে জারি করা রুল শুনানির জন্য বেঞ্চ পরিবর্তন করে দেন আপিল বিভাগ।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

অনলাইন ডেস্ক