মেহেরপুরে ৫৪টি মোবাইল ফোন ও ২৮ হাজার নগদ টাকা উদ্ধার

 নিস্বজ প্রতিবেদক    ২১ নভেম্বার, ২০২৩ ১৪:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ভিকটিমের সর্বমোট ২৮ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা এর নির্দেশে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের পর উদ্ধারকৃত ২৮ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি মোবাইল ফোন মেহেরপুরের পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

আরও পড়ুন: জামালপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন...

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ভুলক্রমে বিকাশের মাধ্যমে এক জায়গার স্থানে অন্য জায়গায় চলে যাওয়া, সহ মোবাইল ফোন হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ওই সমস্ত মালিকদের অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা উদ্ধার করে মালিকদের নিকট ফেরত দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ডিবির ওসি সাইফুল আলম সহ ডিবি ও পুলিশের সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ সকল প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিস্বজ প্রতিবেদক