গাংনীতে নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

 তরিকুল ইসলাম    ২৬ ডিসেম্বার, ২০২৩ ১২:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে গত সোমবার রাতে নৌকার নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুর ঘটনা ঘটেছে।

ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিমের অভিযোগ, সতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের নেতাকর্মীরা নৌকার অফিসে ভাঙচুর করে।

অন্য দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত আলীর নির্দেশে হাকিমের ছেলে জয় বৈদ্যুতিক তার ছিড়ে লাইট বন্ধ করে এবং সেই সময় স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা কারেব হোসেন বাঁশ ও কাগজ দিয়ে তৈরী নৌকাটি ভেঙ্গে ফেলে।

আরও পড়ুন: ডা: রাজেন্দ্র ত্রিপুরার বেপরোয়া গাড়ি চাপায় অটোরিকশা চালক নিহত...

ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সবাইকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিমালা মানতে হবে।

তিনি আরো বলেন, উভয় পক্ষের নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে। হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তরিকুল ইসলাম