নেত্রকোনার সেই বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র

 অনলাইন ডেস্ক    ৯ জুন, ২০২৪ ১১:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

নেত্রকোনার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তান সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত বলে নিশ্চিত করেছে সোয়াদ টিম। আজ রোববার (৯ জুন) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে অভিযান চলছিল।

এদিন সকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৫ সদস্যের টিম এসে ওই বাড়িতে অভিযান শুরু করে বলে জানান নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

এর আগে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে সেখানে গিয়ে আস্তানাটি ঘেরাও করে।

আরও পড়ুন: কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ...

ফয়েজ আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক থেকে বাড়িটি ঘিরে রেখেছে। প্রাথমিকভাবে আমরা একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি পেয়েছি। এছাড়াও ট্রেনিংয়ের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

অনলাইন ডেস্ক