কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ করেছে। এছাড়া উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সঙ্গে জড়িত অন্যান্য সরঞ্জাম।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধের উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ব্লগ পোস্টে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলিলিটারের ২৩ হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পায়।
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আশঙ্কা...
বিশ্বব্যাপী মুসলিমদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে এই পানিরা চাহিদা আরও বেড়ে যায়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক