ডেমরায় মধ্যরাতে বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১১:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

রাজধানীর ডেমরায় দাঁড়িয়ে থাকা বাসে গত শনিবার রাত ৩টার সময় দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ঘুমন্ত অবস্থায় নাঈম (২২) নামে এক যুবক পুড়ে মারা গেছেন। দগ্ধ হয়েছেন রবিউল (২৫) নামে আরেক যুবক।

তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার। রাতে দুজনই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।

নিহত নাঈম বরিশালের কোতোয়ালি থানা বাসিন্দা মোঃ আলম চৌকিদারের ছেলে। দগ্ধ রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাসিন্দা মোঃ হযরত আলীর ছেলে।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম আজ রোববার (২৯ অক্টোবর) ভোরে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত...

জহিরুল ইসলাম বলেন, ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন পরিবহনের দুই হেলপার নাঈম ও রবিউল। ঘটনাস্থলেই পুড়ে মারা যান নাঈম। আর দগ্ধ রবিউলকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নির্বাপণ করেছে। আর এ আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম। তার মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক