নিউইয়র্কে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

অবশেষে নিউ ইয়র্ক পুলিশের হাতে গত রবিবার সকাল সাড়ে ৮টার সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন গ্রেপ্তার। নিউ ইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর জ্যামাইকার ১১৩ প্রিসেন্ট হাজতে নেওয়া হয়েছে তাকে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাতে ভিডিও করার পর থেকে তার খোঁজ শুরু করেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।

আরও পড়ুন: গাংনীতে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক-২...

তার ফোন ট্র্যাকিং করে নিউ ইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো।

এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

অনলাইন ডেস্ক