জমবে কক্সবাজার সৈকত, নতুন রূপে সেজেছে হোটেল-মোটেল

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই দিবস উপলক্ষে তিন দিন সরকারী ছুটি থাকবে। পর্যটকদের আগমনের সম্ভাবনায় তাদের কে বরণ করতে প্রস্তুত কক্সবাজার। পর্যটকদের কে স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে হোটেল ও রেস্তোরাঁগুলো।

এরই মধ্যে হোটেলে বুকিং কনফার্ম হয়েছে গেছে ৮০ শতাংশ। সাগর পাড়ে নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। তিন ও পাঁচ তারকা মানের হোটেলে বুকিং হয়ে গেছে শতভাগ।

ব্যবসায়ীরা বলছেন, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাত দিন পর্যটন মিলবে কক্সবাজারে। দৈনিক ২ লাখ পর্যটক সমাগমের আশা তাদের।

আরও পড়ুন: মেহেরপুর সরকারি বিদ্যালয়ে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন...

পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং নিরাপদে ভ্রমণ করতে পারে সেটা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমনটা জানিয়েছেন টুরিস্ট পুলিশ কক্সবাজারের পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া।

বিশ্ব পর্যটন দিবস ঘিরে বিশ্ববাসীর সামনে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে কক্সবাজারে।

অনলাইন ডেস্ক