গাংনীতে উপ-নির্বাচনে বিজয়ী পলিয়ারা খাতুন

 অনলাইন ডেস্ক    ২৬ মে, ২০২৩ ১০:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন পলিয়ারা খাতুন। বিজয়ী পলিয়ারা খাতুন ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সোবহানের স্ত্রী

বৃহস্পতিবার হোগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ২টি কেন্দ্রের ১৯টি বুথে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়।

এই নির্বাচনে পলিয়ারা খাতুন (মোরগ মার্কা) প্রতীক নিয়ে ২,৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পলিয়ারা খাতুনের একমাত্র প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫১ ভোট।

ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা রয়েছে ৬,২৭৪। এর মধ্যে ৩ হাজার ২৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহ আলম।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে থেকে এ ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য ছিল। তাই এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম।

কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে সকলের উপস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।


অনলাইন ডেস্ক