বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৩ ১৮:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়নের জন্য আজ শনিবার (১৫ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব লিংকন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ আজিজুল ইসলাম।

আরও পড়ুন: গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত...

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করছে। কর্মক্ষম জনশক্তি মোট ৬৫% এই সুযোগ কাজে লাগাতে মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনায় যুবকদের জন্য নানা বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, যুবকেরা দক্ষ ও প্রশিক্ষিত হলে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। দেশ ও জাতির কল্যাণে তারা অবদান রাখতে পারবে।

অনলাইন ডেস্ক