স্কুলের বহুতল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন এমপি সাহিদুজ্জামান খোকন

 অনলাইন ডেস্ক    ৩০ অক্টোবার, ২০২৩ ০৯:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ৪ তলা অ্যাকাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয় রবিবার (২৯ অক্টোবর)।

২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রকৌশল অধিদপ্তর ও এলজিডির বাস্তবায়নে নির্মিত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্ভোধন করেন মেহেরপুর —২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।


উদ্ভোধন শেষে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

আরও পড়ুন: পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত দুইজন গ্রেফতার: ডিএমপি কমিশনার...

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সঙ্গতি রেখে আমাদের অর্থনৈতিক ও শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার চেষ্ঠা করবো।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ওবায়দুর রহমান কমল, মেহেরপুর জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী হাবিবুর রহমান ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলম হুসাইন।

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও আভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক