ঢাকার রাস্তায় চলছে বিউটি পার্লার-মিটিংরুম-বেডরুম-ওয়াশরুম

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ১৮:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

ঢাকার রাস্তারয় চালু হলো আন্তর্জাতিক বিমানের আদলে তৈরি বাস। যে বাসের মধ্যে রয়েছে পরিপূর্ণভাবে সাজানো শুটিং জোন। প্রথমবারের মতো দেশের চলচ্চিএ অঙ্গনে নতুন সংযোজন হলো আধুনিক এ বাস।

পরিবেশ বিবেচনায় সাধারণ যাএীদের জন্য পরবর্তীতে এই বাস চালু করা হবে। বাসটি রয়েছে বিউটি পার্লার, মিটিংরুম, বেডরুম ও ওয়াশরুম। এ ছাড়া রান্নাঘর আয়ারন টেবিলসহ বিভিন্ন ধরনের শুটিংসামগ্রী।

এ বাসটি মূলত বাংলাদেশের চলচ্চিত্র জগতে ব্যবহার করার জন্য। তবে বাসটির মাধ্যমে ভ্রমণও করা যাবে বিভিন্ন স্থানে। বাসটিতে থাকছে এসি ও ননএসির সুবিধা।

নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, এটি কোনো স্বাভাবিক বাস নয়। আন্তর্জাতিক জেড বিমানের আদলে নির্মাণ করা হয়েছে বাসটি। ভ্রমণ করতে গিয়ে কেউ ক্লান্ত হলে বেডে ঘুমানোর ব্যবস্থা আছে। ওয়াশরুমের প্রয়োজন হলে সেটিও ব্যবস্থা আছে।শুধু তাই নয়, বসার চেয়ারগুলো বিশ্বমানের বিমানের আদলে তৈরি করা হয়েছে।

তিনি আরো বলেন, এ বাসে ভ্রমণ করে কেউ ক্লান্ত হবে না। এক কথায় মানুষের বিলাসী জীবনযাপনে যা প্রয়োজন, তাই ব্যবস্থা আছে এ আধুনিক বাসে।

বাসটির অর্থায়নকারী সাইদুর রহমান জানান, সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে নিতে যে আন্দোলন তারই একটি অংশ আধুনিক বাস।বিনোদন জগতকে আরও গতিময় করতে এ বাসটি নির্মাণ ও চালু করা হয়েছে।

ঢাকা মিরপুরে বুধবার সানায়া শওকত এই দোতালা বাসটির উদ্বোধন করা হয়।

এই বাসটি তৈরির উদ্যোগ ও অর্থায়ন করেছে প্রিয়াংকা গ্রুপ। বাসটি তৈরি করেছে জয়নব প্রকৌশলী নামে একটি প্রতিষ্ঠান।

অনলাইন ডেস্ক