সাক্ষ্য দিতে আদালতে কানাডার দুই পুলিশ কর্মকর্তা

 অনলাইন ডেস্ক    ৩০ অক্টোবার, ২০২৩ ১২:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে আজ সোমবার (৩০ অক্টোবর) কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেবেন কানাডার দুই পুলিশ কর্মকর্তা। এরইমধ্যে তারা সেখানে পৌঁছেছেন।

তারা হলেন-কানাডার রয়েল মাউন্টেড পুলিশের দুই সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ। এ মামলায় সাক্ষ্য দিতে গত শনিবার রাতে ঢাকায় আসেন কানাডার দুই পুলিশ কর্মকর্তা।

তাদের জবানবন্দি গ্রহণ করবেন বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। এরপর আসামিপক্ষের আইনজীবীরা কানাডার দুই পুলিশ কর্মকর্তাকে জেরা করবেন।

আরও পড়ুন: পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা: মির্জা ফখরুলসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা...

উল্লেখ, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

এরপর গত ১৯ মার্চ মাসে আদালত এ মামলার বিচার শুরুর আদেশ দেন।

অনলাইন ডেস্ক