চট্টগ্রামে নালায় পড়ার ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ২৮ আগষ্ট, ২০২৩ ১২:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

চট্টগ্রাম শহরে উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ইয়াছিন আরাফাত (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত ১০টার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গবার ফের অভিযান শুরু করে সকাল আটটার সময় তার বাসার সামনের নালা থেকেই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের আগ্রাবাদে রঙ্গীপাড়ার সিটি করপোরেশনের নালা লাগোয়া ঘরে ভাড়া থাকেন সাদ্দাম হোসেনের পরিবার। সাদ্দামের একমাত্র সন্তান ইয়াসিন আরাফাত।

আরও পড়ুন: সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩...

গতকাল বিকেলে ঘরের দরজা খোলা পেয়ে বাইরে চলে যায়। এরপর থেকে নিখোঁজ শিশুটি। ঘরের পাশে নালাতেই শিশুটি পড়ে গেছে বলে মনে করেন তার পরিবার লোকজন।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে সেখানে এসে রোববার বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত উদ্ধার অভিযানে চালায়। এরপর আজ সকাল থেকে অভিযান চালিয়ে তার বাসার সামনের নালা থেকেই শিশুর মরদেহটি উদ্ধার করেছি।

অনলাইন ডেস্ক