শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

 অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবার, ২০২৩ ১৫:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। সকাল থেকে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। হিন্দুর্ধমাবলম্বী অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিনই দুর্গাপূজার অস্তিম দিন। পরের দিন (মঙ্গলবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে শারদীয় এ দুর্গোৎসব।

নবমী নিশীথে উৎসব রাতে শেষ হয়। নবমী রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয়। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্নিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন। আজ সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা ও আগামীকাল মঙ্গলবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনে শেষ হবে শারদীয় এ দুর্গোৎসব।

আরও পড়ুন: গাংনীর ধলা মাঠে ১ বিঘা ১৫ কাঠা জমির ফসল কেটে তসরুপাত করেছেন দুর্বৃত্তরা...

এদিকে গত রবিবার দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজায় সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে ৩২ হাজারের ওপর পূজামণ্ডপে পূজা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আমাদের যতটুকু করার সেটুকু করেছি। আমাদের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই আপনাদের পাশে আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

অনলাইন ডেস্ক