জবিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

 ছায়েম সরকার ফাহাদ, জবি প্রতিনিধি     ২৮ জানুয়ারী, ২০২৪ ১৬:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার সময় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য কে তুলে ধরতে বিভিন্ন জেলার সংস্কৃতি এবং পিঠাকে ফুটিয়ে তুলতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন এই বিভাগটির শিক্ষার্থীরা।

পিঠা উৎসবে অংশ গ্রহণ করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফাতেমা বাশার বলেন, এমন পিঠা উৎসব শিক্ষার্থীদের জন্য খুবই কল্যানকর৷ এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জেলার পিঠা সম্পর্কে ধারণা লাভ করবে।


নৃবিজ্ঞান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী আনিকা বলেন, এমন একটি উৎসবের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: খাদ্যমন্ত্রী...

বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী মেহেদি হাসান ওয়াসিম পিঠা উৎসব সম্পর্কে বলেন, এমন উৎসব নৃবিজ্ঞান পরিবারে এই প্রথম। এমন উৎসব সকল ব্যাচের সিনিয়র- জুনিয়রদের মধ্যে মিল বন্ধন সৃষ্টি করতে সহযোগিতা করবে।

শীতকালীন আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এমন চমৎকার আয়োজন দেখে খুশি শিক্ষক শিক্ষার্থীসহ অনেকেই। এছাড়া নৃবিজ্ঞান বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দেখা মিলে।

ছায়েম সরকার ফাহাদ, জবি প্রতিনিধি