দিনাজপুরের পার্বতীপুরে শ্রীমা সারদা আশ্রমের নবনির্মিত ভবন ও মন্দিরের উদ্ধোধন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন শুক্রবার শ্রীমা সারদা সংঘের আয়োজনে মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে দুইদিন ব্যাপী নানা আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারতে পশ্চিম বঙ্গের দক্ষিন দিনাজপুর বালুরঘাটের রামকৃষ্ণ সারদা মিশনের আলোচক প্রব্রাজিকা গৌতমপ্রানা, কলকাতা রামকৃষ্ণ সারদা মিশনের আলোচক প্রবাজিকা নির্ভিকপ্রানা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন প্রব্রাজিকা ঋতোপ্রানা মাতাজী।
ঢাবি প্রতিনিধি