‘স্তন ক্যান্সার এখন নিজেই সনাক্ত করা যায়’

 অনলাইন ডেস্ক    ১০ অক্টোবার, ২০২৩ ১৬:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

স্তন ক্যান্সার সচেতনতা দিবস আজ। ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্য ধরে সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবসটি। প্রতি বছর ১০ অক্টোবর এই দিবস পালন করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতার অভাবে স্তন ক্যান্সার শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুঝুঁকিও বাড়ছে।

তবে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ৯০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, স্তন ক্যান্সার নিজে নিজেই শনাক্ত করা যায়।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী নতুন করে আক্রান্ত হচ্ছে স্তন ক্যানসারে। পাশাপাশি মারা যাচ্ছে প্রায় ৮ হাজার নারী।

আরও পড়ুন: মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক...

সর্বাধিক সচেতনতা বাড়াতে আজ সারা দেশে পালিত হচ্ছে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০২৩’।

বাংলাদেশে ২০১৩ সালে স্তন ক্যানসার প্রতিরোধ নিয়ে কাজ শুরু করে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’।

ওই বছর ১ অক্টোবর চিকিৎসক ও সমাজসেবীদের পক্ষ থেকে প্রতি বছর ১০ অক্টোবর বাংলাদেশে এই দিবস পালনের ঘোষণা দেয়া হয়।

গত দশ বছর দেশের বিভিন্ন প্রান্তে ফোরাম ও এর সদস্য সংগঠনগুলোর উদ্যোগে এই দিবস পালন করা হচ্ছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল কিংবা এলাকাভিত্তিক সচেতনতা আলোচনা, শোভাযাত্রা ও বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক